নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ এবং ১৪তম গ্রেড প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেডসহ মোট ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
রবিবার সকাল ৯ টা হতে দুপুর ২ পর্যন্ত বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ কর্মবিরতি চলে। কর্মবিরতিতে ইপিআই কার্যক্রম ও আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন সকল স্বাস্থ্য সহকারিরা। কর্মবিরতিতে নেতৃত্ব দেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি হাফিজা সুলতানা। উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুলতান উদ্দিন আহমেদ, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ গোয়ালন্দ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
স্বাস্থ্য সহকারীরা বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু এ বিষয়ে বর্তমান সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এজন্য আমরা বাধ্য হয়েছি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে। দাবি না মানা পর্যন্ত আমরা স্বাস্থ্য সেবা বন্ধ রাখবো।