গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রবেশ পথ, উপজেলা চত্বর এবং আশপাশের বিভিন্ন স্থান সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
সরজমিনে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, উপজেলা কোর্ট চত্বরে দীর্ঘ দিনের খেলার অনুপযোগী মাঠ ভরাট করে খেলায় উপযোগী করা হয়েছে, মহাসড়ক থেকে সরাসরি উপজেলা পরিষদ বরাবর সড়ক নির্মাণ, সড়কের দু’পাশে ফুলের চারা রোপণ, রাস্তা জুড়ে থাকা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থানে স্থানান্তরের পাশাপাশি ইউ আকৃতির ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাঝখানে বসার জন্য মাথার উপরে ছাতা দিয়ে গোল চত্বর তৈরি, বিকেলে ভলিবল খেলার মাঠ তৈরিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃষ্টি আকর্ষণ করছে উপজেলা পরিষদে আগত উপকার ভোগীদের চোখে।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন দপ্তারিক কাজের পাশাপাশি উপজেলা পরিষদকে একটি চমৎকার রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করছেন।
এব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, নতুন উপজেলা পরিষদ নির্মাণের পর সরাসরি মহাসড়ক থেকে ভবন দেখা যেতো না এজন্য ভবনের সামনে অবস্থিত দোকান ঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। অব্যবহৃত ভবন নিলামের মাধ্যমে বিক্রি করে সে সমস্ত স্থান সমতল করে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আশাকরি কয়েকমাস পরেই উপজেলাবাসী চমৎকার একটি দৃষ্টিনন্দন উপজেলা পরিষদ চত্বর দেখতে পাবেন।