রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে উপজেলায় অবস্থিত বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড মো. আসলাম মিয়া।
মঙ্গলবার বিকেল হতে গভীর রাত পর্যন্ত উপজেলার ২৫টি পূজা মন্ডব পরিদর্শন করেছেন তিনি। পরিদর্শনকালে পূজা মন্ডবের পরিচালনা পর্ষদের সভাপতি/সম্পাদকসহ সবার সাথে সাক্ষাত করেন। এসময় প্রত্যেক পূজা মন্ডবের সার্বিক বিষয়ে সবার সাথে আলোচনা করেন। তাদের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন তিনি।
পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মো. আসলাম মিয়ার সহধর্মিণী প্রভাষক ফরিদা ইয়াসমিন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদসহ পূজা মন্ডব পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ।