রাজবাড়ীর গোয়ালন্দে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলা আনসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে মন্ডপে নিযুক্তকৃত আনসারদের এ নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. নাহিদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম ও প্রশিক্ষক রুবেল হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির প্রসঙ্গ তুলে ইউএনও বলেন, ‘প্রায়ই দেখা যায়, পুরনো ছবি কিংবা ভিডিও নতুন করে প্রচার করে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়। এ ধরনের কাজে কেউ যেন জড়িত না হয় এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাতে কোনো বিভ্রান্তি বা গুজব ছড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।