রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন নেয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ, ফেরিতে জুয়ারি বন্ধে ব্যবস্থা, সড়ক মহাসড়কে রেজিষ্ট্রেশন বিহীন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকের ও বেপরোয়া যান নিয়ন্ত্রণে ব্যবস্থা, উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর বা নদী থেকে যে কেউ ড্রেজিং করে মাটি ও বালু বিক্রি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া, মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেয়া, চুরি, বাল্য বিবাহ রোধকল্পে করণীয়, মাদক নির্মূলে ব্যবস্থ নেয়া, ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়ক ধ্বসে পড়া মেরামতসহ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।