রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে বরাট ক্লাব হাউজ আয়োজিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দুই দল চূড়ান্ত হয়েছে। দল দুটি হলো মোহাম্মাদপুর ফুটবল একাডেমী, মাগুরা জেলা ও নগরকান্দা রেজাউল ফুটবল একাডেমী ফরিদপুর জেলা।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় বরাট ক্লাব হাউজের নিজস্ব মাঠে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে ফরিদপুর জেলা ৫-৪ গোলে সিরাজগঞ্জ জেলা দলকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উত্তীর্ণ হয়। এদিন নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। উল্লেখ্য, এ টুর্নামেন্টটি ৮ জেলার অংশগ্রহণে এমাসের ৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার উদ্বোধন করা হয়।
এর আগে টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা গত বৃহস্পতিবার মাগুরা জেলা দল ৩-১ গোলের ব্যবধানে গোপালগঞ্জ জেলা দলকে পরাজিত করে ১ম দল হিসেবে ফাইনালে উত্তীর্ণ হয়।
বরাট ক্লাব হাউজের ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ জানান, টুর্নামেন্টের ফাইনালের দুদল ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী অক্টোবর মাসের ৩ তারিখ শুক্রবার বিকেল ৩ টায় বরাট ক্লাব হাউজ এর নিজস্ব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ক্লাবের পক্ষ হতে ক্রীড়ামোদী সকল দর্শকের উপস্থিতি কামনা করেছেন কমিটির নেতৃবৃন্দ।