রাজবাড়ীর গোয়ালন্দে গৃহবধূ চাঁদনী আক্তার ওরফে লিপি হত্যা মামলার পলাতক আসামি সাগর শেখকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করেন । গ্রেপ্তার সাগর শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর এলাকার মান্নান শেখের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রোববার ভোর সোয়া ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার চরচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১২ আগস্ট এ মামলায় সাইফুল মোল্লা (২৮) ও তার স্ত্রীকে (২৫) গ্রেপ্তার করে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
গত ১০ আগস্ট সকালে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন চর বালিয়াকান্দি গ্রামের নিজ শয়নকক্ষ থেকে চাঁদনী আক্তার ওরফে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার পর ঘর থেকে তিনটি মোবাইল ফোন, একটি ট্যাব ও স্বর্ণালংকার খোয়া যায়। এ ঘটনায় নিহতের শ্বশুর মো. ছালাম সরদার বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় হত্যা ও চুরির অভিযোগে মামলা দায়ের করেন।