রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাজের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির উদ্যোগে রোববার জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, রাজবাড়ী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ^াস প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।