রাজবাড়ীর গোয়ালন্দে ৪টি প্রতিষ্ঠান থেকে প্রায় দু’শ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার গোয়ালন্দ বাজারে চারটি প্রতিষ্ঠান (মুদি দোকান) এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেনসহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অংশ নেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।