রাজবাড়ীর গোয়ালন্দকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে তেনাপচা কাজী মোনাক্কা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। সবুজায়ন কর্মসূচিতে এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে কাঠ বাদাম, আমলকি ও বিভিন্ন জাতের আমের চারা রোপণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান নিজ হাতে চারা রোপণ করেন । এসময় স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তারসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএনও নাহিদুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অতীব জরুরি। গোয়ালন্দের পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের নিজ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার পতিত ও আশেপাশের খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।