রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ১২ জন ইউপি সদস্য। বুধবার ১২ সদস্য স্বাক্ষরিত আবেদন পত্র পাংশা উপজেলা নির্বাহী অফিসার’র কার্যালয়ে জমা দিয়েছেন।
ইউনিয়ন পরিষদের সদস্য মো. জিল্লুর রহমান, তানজিল হোসেনসহ ইউপি সদস্যগণ জানান, চেয়ারম্যান শাহরিয়ার মাহমুদ সুফল দির্ঘদিন অনুপস্থিত রয়েছে পরিষদে ঠিকমত আসেন না। বিশেষ করে গত বছরের ৫ আগষ্টের পর থেকেই তিনি অনিয়মিত। এ কারনে আমাদের ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এলাকার সাধারণ মানুষের কল্যাণের লক্ষে আমরা সকল ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংক্রান্ত একটি ইউএনও বরাবর দিয়েছি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহরিয়ার মাহমুদ সুফল নৌকা মার্কায় ভোট করে জিতেছিলেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, এ সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।