রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স রুমে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পারফরম্যান্স ব্যাসেড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউট (পিবিজিএসআই) প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার উজানচর আলিম মাদ্রাসার ২০ জন এবং দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে “উদ্দীপনা পুরস্কার” হিসেবে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যাতে আর্থিক অভাবের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের অনুদান প্রদান করা হচ্ছে। এই অনুদান অস্বচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী করে তুলবে বলে আশা করছি।