রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর জামতলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় উজানচর জামতলা দুদুখান পাড়া চৌরাস্তার মোড় অবস্থিত ভাই বন্ধু একাদশ ৩-১ গোলে সাহা মাতব্বর পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
১৫ আগস্ট বিকেল ৫টায় উজানচর জামতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জামতলা মেধা বিকাশ কোচিং সেন্টারের শিক্ষক রাকিবুল ইসলামের সঞ্চালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শমসের শেখ, মো. চুন্নু মীর মালত, জামতলা বাজার ব্যবসায়ী পরিষদ সভাপতি মো. নজরুল মোল্লা, সাধারণ সম্পাদক মো. কুদরত মৃধা, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. কাওসার খান প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার দর্শক।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হাসিবুল, নাজমুল, রিফাত ও আনোয়ার।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মো. সাজ্জাদ হোসেন ও সুলতান মাহমুদ সবুজ।
খেলায় অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, এলইডি মনিটর এবং মেডেল তুলে দেন। টুর্নামেন্টটি গত মাসের ২১ জুলাই ৬ দলের অংশগ্রহণে শুরু হয়।