পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত বুধবার থেকে পদ্মায় তীব্র স্রোত শুরু হয়। এতে করে দৌলতদিয়া প্রান্তে সচল তিনটি ফেরিঘাটের মধ্যে একটি ঘাট দিয়ে ফেরিতে যানবাহন উঠানামা করছে এবং দুটি ঘাটে স্রোতের কারণে ঘাটে ফেরি ভিরতে পারছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রতিটি ফেরি নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে। আগে যেখানে চার কিলোমিটার পথ পাড়ি দিতে ২৫-৩০ মিনিট লাগত, এখন লাগছে এক ঘণ্টার বেশি। তাছাড়া স্রোতের কারণে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে আসা প্রতিটি ফেরি দৌলতদিয়া ৩ ও ৪ নম্বর ঘাটে ভিরতে পারছেনা। শুধু ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন উঠানামা করছে।
শনিবার (১৬ আগস্ট) সরেজমিনে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে ১, ২ ও ৫ নম্বর ঘাট কয়েক বছর আগে নদীভাঙনে বিলীন হয়ে গেছে। ৩ ও ৪ নম্বর ঘাটে তীব্র স্রোতে কোনো ফেরি ভিড়তে পারছে না। ৬ নম্বর ঘাটে পন্টুন থাকলেও ফেরি ভেড়ানোর মতো পরিস্থিতি নেই।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ৩ ও ৪ নম্বর ঘাট বন্ধ রয়েছে, চালু আছে শুধু ৭ নম্বর ঘাট। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এতে করে কিছুক্ষণের জন্য গাড়ির সারির সৃষ্টি হচ্ছে তবে এ নৌরুটে কোনো ভোগান্তি নেই।