রাজবাড়ীতে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন দলটির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার, আব্দুস সালাম, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা কৃষকদলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি. আমিনুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান প্রমুখ।
এসময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।