১৬ আগস্ট ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. আব্দুল মাবুদ রাজবাড়ী জেলার সদর কোর্ট দ্বি-বার্ষিক ও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করেন।
রাজবাড়ী জেলায় আগমন উপলক্ষে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি পর্যালোচনা করে করণীয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় জেলা পুলিশ, রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।