রাজবাড়ীর বসন্তপুরে নিরাপদ সবজি (ঝিঙ্গা) চাষ প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ এর অর্থায়নে বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে নগর বর্জ্য হতে উৎপাদিত জৈবসার ব্যাবহারের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন ও সবজি হতে উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্য বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি করণ ভ্যালু চেইন পেস প্রকল্পের আওতায় এ নিরাপদ সবজি চাষ ও মাঠ দিবস পালিত হয়েছে।
সোসাইট ডেভেলপমেন্ট কমিপি ফরিদপুর’র (এসডিসি) বাস্তবায়নে সবজী প্রদর্শনী ও মাঠ দিবস সভায় এসডিসি’র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মো. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. বাহাউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন মূলঘর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াস হোসেন, রাজবাড়ী সদর এসডিসি’র পেস প্রকল্পের সহকারী ব্যালু চেইন ফ্যাসিলেটর মো. শাহীন আলম ও কৃষক এলিম বিশ্বাস প্রমুখ।
এসময় উপস্থিত কৃষকদের নিরাপদ সবজি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও ভোক্তাদের কাছে নিরাপদ সবজী বাজারজাতকরনের লক্ষে সব ধরণের সাহায্য ও সহযোগিতা করার কথা জানান কর্মকর্তারা। নিরাপদ সবজী চাষ করে কৃষকেরা নিজেদেও চাহিদা মিটিয়ে এবং বাজারজাত করে স্বাবলম্বি হতে পারবে বলে জানান তারা।