রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হতে গোয়ালন্দ উপজেলার জামতলা পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব স্ট্রেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায়, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাওয়াজিস রহমানসহ রাজবাড়ী ফায়ার সার্ভিস ইউনিট এসময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের নিজস্ব জায়গায় যে সমস্ত দোকান পাট রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়। সওজের কর্মকর্তা আশরাফুল হামিদ বলেন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার আগে তিনটি নোটিশ দিয়ে সতর্ক করা হলেও তারা দোকান পাট সরিয়ে না ফেলার কারণে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।
এসময় জামতলার রাস্তার বিপরীত পাশে থাকা দোকানদাররা অভিযোগ করে বলেন, তাদেরকে নোটিশ পাঠানো হয়নি। ব্যবসায়ী শহীদ শেখ অভিযোগ করে বলেন যে, তার দুটি দোকানের শুধু ঝাপ বাইরে ছিল তারপরও ভেঙে ফেলা হয়েছে।
নয়ন বলেন, আমার সংসারে ৫ জন মানুষ আর আমি একাই উপার্জন করি। এখন আমি আমার ছেলে মেয়েদের কি খাওয়াবো ভাবছি ।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী উপ-সচিব সড়ক ও জনপথ বিভাগের অনিন্দিতা রায় জানান, এর আগেও দুইবার সময় দেওয়া হয়েছে। তারা সময়ের মধ্যে দোকান সরাননি এখন এই অভিযানে নব্বইটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।