ছাত্রীর সাথে অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে বড় হিজলী জুলফিকার সিদ্দিকিয়া ওয়াজেদিয়া আলীম মাদ্রাসার শিক্ষক আব্দুল আওয়ালের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দাতা সদস্য শিহাবুজ্জামানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীর বাবা জানান, কিছুদিন আগে মাদ্রাসার মৌলভী শিক্ষক আব্দুল আওয়াল ক্লাসে তার মেয়ের স্কুলের ব্যাগ তল্লাশীর নামে মেয়েদের ব্যবহৃত জিনিসপত্র বের করে চরম লজ্জার মুখে ফেলে দেয়। এক ছাত্র ব্যবহৃত একটি জিনিসের নাম জানতে চাইলে তাকে ১০০ বার কান ধরে ওঠবস করায়। এ ঘটনায় তিনি গত ৫ জুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে।
অপরদিকে শিক্ষকের এ অভিযোগে দাতা সদস্য শিহাবুজ্জামান মানিকে দায়ী করেছে অভিযুক্ত শিক্ষক। মৌলভী শিক্ষক আব্দুল আওয়াল জানান, বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার করায় তার ব্যাগ আড়ালে চেক করেছি। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ অভিযোগ।
দাতা সদস্য শিহাবুজ্জামান মানিক জানান, অভিভাবক সঠিক বিচার চাওয়ায় বিরোধিতা না করায় শিক্ষক আমার উপর ক্ষিপ্ত। তাই শিক্ষার্থী দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার জানান, অভিযোগ পেয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।