টিআইবির “পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশান: টুয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাক্টা)”শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী।
রাজবাড়ী সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ। এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সহকারী কমিশনার উম্মে সালমাসহজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজ, সমমনা বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, মিডিয়াকর্মী ও সনাকের সদস্যবৃন্দ উপস্থিতন ছিলেন।
সনাক সভাপতি শুভেচ্ছা বক্তব্যে ০৫ বছর মেয়াদী উল্লেখিত অনুমোদিত প্যাকটা প্রকল্প প্রস্তাবনার সাথে সামঞ্জস্য রেখে যথাযোগ্য প্রক্রিয়া ও গুরুত্ব সহকারে জেলা প্রশাসনকে এ প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত করা হবে মর্মে বরাবরের মত জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বক্তব্য শেষে প্রকল্পের কার্যক্রম বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন টিআইবি’র ঢাকা ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মোঃ মাহান উল হক। উপস্থাপনা শেষে উন্মুক্ত আলোচনায় অতিথিবৃন্দের বক্তব্য রাখেন এবং সার্বিক কার্যক্রমে সহায়তার আশ^াস ব্যক্ত করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা, রাস এনজিও এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, সনাক-টিআইবি জেলা প্রশাসনকে একটি স্বচ্ছ ও জবাবদিহীমুলক প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত করা ও দুর্নীতির বিরুদ্ধে রাজবাড়ী জেলার জনগণকে জাগরিত করার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তা প্রশংসার দাবী রাখে। তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে টিআইবি’র প্রতি আহবান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ হতে সনাক-টিআইবি’কে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন সনাক-টিআইবি তাদের এ প্রকল্পের মাধ্যমে রাজবাড়ীর মানুষের অধিকার সচেতন করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখতে আরও তৎপর হবে বলে আমরা আশা করি। তিনি আরও বলেন প্রকল্পের বাস্তবায়নে সনাক রাজবাড়ীর প্রতি জেলা প্রশাসনের আস্থা আছে তারা এ প্রকল্পের কর্মসূচির মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। প্যাকটা আ্যাপস বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক প্রচারনা চালানো এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে সংযুক্ত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। পরিশেষে তিনিও প্রকল্প বাস্তবায়নে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বেক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
সভা সঞ্চালনা করেন সচেতন নাগরিক কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন।