রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন বিশ্বাসের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সোমবার বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা শহরের কালিবাড়ি তিন রাস্তা মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লাবলু বিশ্বাস, যশাই ইউপির চেয়ারম্যান আবু হোসেন খান, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাকিম রুমি, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন বিশ্বাসের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এবং আওয়ামী লীগের অন্যতম নেতা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের বলিষ্ঠ নেতৃত্ব আশিক মাহমুদ মিতুল হাকিমের নেতৃত্বে পাংশা তথা রাজবাড়ী -২ আসনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহ সুসংগঠিত হয়েছে । তারা এলাকায় উন্নয়ন চায়, শান্তি চায়। আমরাও এলাকায় বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির নেতৃত্বে উন্নয়ন ও শান্তি চাই। নেতৃবৃন্দ আরও বলেন, পাংশায় কোন সন্ত্রাসীর জায়গা নেই। যে কোন মূল্যে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। জালাল বিশ্বাসের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনী আওতায় এনে বিচার দাবি করেন নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।