যৌথবাহিনীর সদস্যরা রোববার ভোরে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা পূর্বপাড়া এলাকা থেকে অস্ত্রশস্ত্রসহ জাহাঙ্গীর জাহান বনি (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে । সে একই গ্রামের আব্দুস সালামের ছেলে। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি একনালা বন্দুক, দুইটি কার্তুজ, একটি হাসুয়া, দুইটি দা, দুইট ছোড়া ও একটি চাপাতি।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথবাহিনী সরিষার পূর্বাপাড়া এলাকায় জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায়। ওই সময় জাহাঙ্গীর বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে তার দেখানো মতে বসত ঘর থেকে উল্লেখিত অস্ত্রশস্ত্র পাওয়া যায়।
এ ঘটনায় পাংশা থানার এসআই মিনহাজ উদ্দিন বাদী হয়ে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন। আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।