রাজবাড়ীর পাংশায় সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ না গজানোয় ক্ষতিগ্রস্ত হয় ৮৭৫ জন কৃষক। রোববার বিকাল ৩ টায় ক্ষতিগ্রস্ত ৮৭৫ জন কৃষকদের মাঝে পুনরায় বিনা মূল্যে (লাল তীর তাহেরপুরী) জাতের বীজ বিতরণ করা হয়। উপজেলা কুষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট এক হাজার প্রান্তিক কৃষকদের উন্নত জাতের (বারি-১, বারি-৪ ও তাহেরপুর) প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ। এক হাজার কৃষকের মধ্যে বারি-৪ ও তাহেরপুর জাতের বীজ না গোজানোয় ক্ষতিগ্রস্ত হয় ৮৭৫ জন কৃষক। ক্ষতিগ্রস্ত হওয়া ৮৭৫ জন কৃষকদের পুনরায় এ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম আবু দারদা’র সভাপতিত্বে এ বীজ বিতরণ করা হয়। এ সময় পাংশা উপজেলা বিএডিসি খামারের সিনিয়র সহকারী প্ররিচালক কৃষিবিদ মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।