রাজবাড়ীর পাংশায় দুই শিশুসহ চারজন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে। রবিবার রাতে ও সোমবার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আক্রান্তরা হলেন,বাবুপাড়া ইউনিয়নের সুজানগর এলাকার ইবাদত মন্ডলের মেয়ে মারিয়া (৪), একই এলাকার কাশেম আলী, সরিষা বাঘার চর এলাকার ফাহমিদা (৮) ও রুপিয়াট এলাকার সুজন। আহতরা পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নেয়া সহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পাংশা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কুতুব উদ্দিন বলেন, চারজন রোগী আমাদের এখানে এসেছে। আমরা তাদের ভ্যাকসিন সহ প্রাথমিক চিকিৎসা দিয়েছি। গত কয়েকদিন কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সকলকে সচেতন হবার পাশাপাশি সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এদিকে ওই এলাকার লোকজন বলেন, কুকুরটি এই কয়জন ছাড়া আরও কয়েকজনকে কামড় দিয়েছে।