কলকাতার জনপ্রিয় নাট্যদল বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য সংগঠন যাদবপুরের দলমাদল নাট্যদলের নাট্যকর্মীদের সাথে বাংলাদেশ গ্রাম থিয়েটারের বাংলাদেশের সংগঠন গহন থিয়েটার, রাজবাড়ীর নাট্যকর্মীরা কলকাতায় এক সাংস্কৃতিক আড্ডায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন যাদবপুর দলমাদল নাট্যদলের সভাপতি সঞ্জয় সাহা, সম্পাদিকা সুধা কুম্ভকার’সহ দলের অন্যান্য সদস্যবৃন্দ, গহন থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি অনুপ কুমার ঘোষ’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় দু’দলের নাট্যকর্মীরা দু’দেশের থিয়েটারসহ সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে আড্ডায় মেতে ওঠেন। গহন থিয়েটারের পক্ষ থেকে তাদেরকে রাজবাড়ীতে নাটক মঞ্চস্থের অনুরোধ করা হলে তারা সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন। ২৬ অক্টোবর দলমাদল নাট্যদলের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের গোপালপুরে দুই দিনব্যাপী নাট্যউৎসবে বাংলাদেশের নাট্যকর্মীদের আমন্ত্রণ জানান। অনুপ বলেন, বাংলাদেশের মঞ্চ নাটকের প্রতি তাদের রয়েছে ব্যাপক আগ্রহ। আমাদের মঞ্চ নাটকের আধুনিক উপস্থাপনা আন্তর্জাতিক অঙ্গনে যে বিশেষভাবে জায়গা করে নিয়েছে তাদের বিভিন্ন পর্যালোচনাভিত্তিক বক্তব্যের মধ্যে তা উঠে এসেছে। খুব শিঘ্রই দলমাদল থিয়েটার বাংলাদেশে নাটক পরিবেশনের জন্যে আসবেন।