রাজবাড়ীর পাংশায় ডি. এইচ. এম.এস ডক্টরস এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএইচএমএস পাংশা শাখার আয়োজনে এবং রাজবাড়ী হোমিও প্যাথিক কলেজ ও হাসপাতালের সহযোগীতায় শুক্রবার শহরের আব্দুল মালেক প্লাজায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডি এইচ এম এস ডক্টরস এসোসিয়েশন পাংশা উপজেলা শাখার সভাপতি ডা. স্বপন কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা.আব্দুল হাই সিদ্দিকির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রামমোহন সরদার। ডি এইচ এম এস ডক্টরস এসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব ডা. মো. আমিরুল ইসলাম, পাংশা উপজেলা শাখার সহ-সভাপতি ও পাংশা সরকারি কলেজের শিক্ষক শিব-শংকর চক্রবর্তী, ড.জয় কুমার বিশ্বাস, ডা. বিল্লাল হোসেন, ডা. আব্দুল মজিদ মিয়া, ডা. আমিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা হোমিও প্যাথিক চিকিৎসার সুফল সহ হোমিও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন একই সাথে একটি শক্তিশালী এসোসিয়েশন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। আলোচনা সভায় পাংশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হোমিও চিকিৎসকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষের দিকে মৃত দুই হোমিও ডাক্তারের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।