রাজবাড়ী পাংশায় আবু বক্কর সিদ্দিক (৪০) নামে এক যুবককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাছপাড়া ইউনিয়নের মেঘনা বাজারে এ ঘটনা ঘটে। আহত আবু বক্কর সিদ্দিক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী। তিনি উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া গ্রামের আনসার আলী প্রামানিকের ছেলে।
আবু বক্কর সিদ্দিক বলেন, মাছপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম পিল্টুর নেতৃত্বে কয়েক যুবক লোহার রড, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার চাচাত ভাই মোহসিন উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই সময় আমাদের বাড়িতে হামলা করা হয়। সে ঘটনায় আমরা একটি মামলা করি। পরে সাড়ে ৪ লাখ টাকা ক্ষতিপূরণের মাধ্যমে সে মামলার নিষ্পত্তি হয়। সেই টাকা দেওয়ার পর থেকে পিল্টু মেম্বার টাকা ফেরত চেয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়।
অভিযুক্ত ইউপি সদস্য আরিফুল ইসলাম পিন্টু বলেন, মারামারির সময় আমি বাজারে ছিলাম না। আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পুর্ণ মিথ্যা।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, বিষয়টি অবগত হয়ে হাসপাতালে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আহতের খোঁজ খবর নিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।