রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করে নবম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করছিল পরিবার। প্রশাসনের হস্তক্ষেপে বিয়েটি বন্ধ হয়েছে। রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো হাসিবুল হাসান।
জানাযায়, উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল মধ্যপাড়া গ্রামে ওই শিক্ষার্থীর পরিবার জাল জন্ম সনদ তৈরি করে বিবাহ সম্পাদনের আয়োজন করছিলো। বাল্য বিবাহের সংবাদ পেয়ে সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান বিয়ে বন্ধ করে দেন ও ভ্রাম্যমাণ আদালতে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ সালের ৮ধারায় বিবাহ আয়োজক পাত্রীর মামা কার্ত্তিক দেবনাথকে ১০ হাজার টাকা জরিমানা করেন।