মানবসেবায় বন্ধুরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শনিবার পাংশায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও ক্যাপ বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা পাংশা শহরে চলাচলরত প্রচন্ড রোদে কষ্ট করা তৃষ্ণার্ত মানুষকে শরবত পান করান ও ভ্যান চালকদের মাঝে ক্যাপ বিতরণ করেন। কাঠফাটা রোদে শরবতের শীতল পরশ পেয়ে তৃপ্ত হন পথচারিরা এবং রোদের তাপ থেকে কিছুটা হলে রক্ষা পাবার ক্যাপ পেয়ে খুশি হন ভ্যান চালকেরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাওন হোসেন বাবুসহ অন্য সদস্যবৃন্দ গত ২২ এপ্রিল পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
শাওন হোসেন বাবু বলেন, ২ বছর আগে কয়েকজন বন্ধু নিয়ে মানবিক কাজ শুরু করি। অল্প দিনের মধ্যেই অনেকের সাড়া পাই। পরবর্তী তে রক্তদান কর্মসূচি চালু হয়। আমরা ইতিমধ্যে ১৫০০ ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি। এছাড়াও বেশ কিছু অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে পারেছি। শীতে শীতবস্ত্র, ঈদে অসহায় মানুষের ঈদ উপহার দেই। এছাড়াও এতিম শিশুদের লেখা পড়ার সুযোগ করে দেওয়া, মসজিদ মাদ্রাসায় ফ্যান,কোরআন শরীফ ও চেয়ার টেবিল দিয়ে সহায়তা করা হয়। এবং নিয়োমিত অসহায় মানুষের সাহায্য সহায়তা করছি।