রাজবাড়ী পাংশার বাহাদুরপুর ইউনিয়নে জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাহাদুপরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এপ্রিল – মে চক্রে ১৩৫ জন জেলে পরিবারের মাঝে ৪০ কেজি হারে মোট ৮০ কেজি করে চাউল বিতরণ করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত এসময় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, পরিষদের সচিব ইন্দ্রজিৎ সরকার, ভূমি সহকারী কর্মকর্তা আনিসুর রহমান, বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের এসআই রিপন, ইউপি সদস্য জামরুল ইসলামসহ অন্যান সদস্যবৃন্দ