রাজবাড়ীর পাংশায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল বিশ্বাস (৫৯) এবং রাকিবুল ইসলাম (৩৮) নামে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দুলালকে গ্রেফতার করেছে।
জানা গেছে, শিশুটির পরিবারে আর্থিক অসস্থলতার কারণে তার বাবা ও মা বান্দরবানে থাকেন। বান্দরবানে থেকেই কাজ করেন।
ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর দাদী বলেন, ‘আমার নাতী গত কয়েক দিন যাবত তার পেটে ব্যথা শুরু হলে সে সব কথা আমাদের বলে। প্রায় দুই থেকে তিন মাস যাবত বাড়ির পাশের দুলাল বিশ্বাস ও রাকিবুল লোভ দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেছে। স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, ‘দুলাল বিশ্বাস আগে গ্রামে গ্রামে ঘুরে চুড়ি-মালার ব্যবসা করতো। এখন কারিগরের কাজ করে। অন্য আরেক অভিযুক্ত রকিবুল রাজমিস্ত্রীর কাজ করে। এলাকায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে’।
অভিযুক্ত দুলাল এ ঘটনায় নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন। অপর অভিযুক্ত রাকিবুল জড়িত থাকার কথা স্বীকার করেন।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে দুলাল বিশ্বাসকে ১ নম্বর আসামী ও রাকিবুল ইসলামকে ২ নম্বর আসামী করে ১১ মার্চ পাংশা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ১ নং আসামী দুলাল বিশ্বাসকে গ্রেফতার করেছে। অপর আসামী পলাতক রয়েছে।