রাজবাড়ী পাংশার পাট্টায় খুন হওয়া গৃহবধু রোজিনার (আরজিনা) হত্যাকারি শিহাব (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শিহাব সরিষা ইউপির বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখ এর ছেলে। নিহত রোজিনার স্বামীর নির্দেশেই এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে জানান হত্যাকারি।
পাংশা উপজেলার উত্তর পাট্টা গ্রামে নিজ স্বামীর বাড়িতে থাকাকালীন গত ৮ ফেব্রুয়ারী রাত ১০টা থেকে ৯ ফেব্রুয়ারী ভোরের মধ্যে খুন হন রোজিনা। সকালে বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পিতা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। ঘটনার ১৪ দিন পরে ২৪ ফেব্রুয়ারী হত্যাকারী শিহাবকে গ্রেফতার করে পুলিশ।
পাংশা থানা সূত্রে জানা যায়, শিহাবকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাস্বাবাদে শিহাব রোজিনাকে হত্যাকান্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে।
শিহাব জানায়, নিহত রোজিনার স্বামী দুবাই প্রবাসী লিটন শেখ রোজিনাকে হত্যার জন্য তার সাথে পরিকল্পনা করে। নিজের স্ত্রীকে হত্যার জন্য লিটন তাকে দুই লক্ষ টাকাও দেন। ঘটনার রাতে পলাতক অন্যান্য আসামীদের সহায়তায় আরজিনাকে স্বামীর বসত বাড়ি থেকে সু কৌশলে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়।