পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাট এলাকায় জন সচেতনতা মূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচাজ স্বপন কুমার মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহণ শ্রমিক, সাধারণ জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান আসন্ন ঈদ-উল-ফিতর -এ যাতে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কঠোরভাবে দৃষ্টি রাখার আহ্বান জানান। এসবের বিরুদ্ধে কিনি কঠোরভাবে হুঁশিয়ারি দেন।
একই দিন বিকেলে পুলিশ সুপার দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় ঢাকামূখী ফেরি পারাপারে অপেক্ষমান ট্রাক, পরিবহন চালক এবং শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।