রাজবাড়ীর পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম থেকে সোমবার সবুজ হোসেন ও মো. আব্দুল্লাহ নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ হোসেন একই উপজেলার বহলাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে ও মো. আব্দুল্লাহ একই গ্রামের মকবুল মন্ডলের ছেলে।
পাংশা থানা সূত্র জানায়, দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় পাংশা থানাধীন ডন মোড় হতে মোঃ আব্দুল্লাহ (২৮) ভ্যান চালক জানে আলম (২১) কে নাওড়া বনগ্রাম যাওয়ার কথা বলে ভাড়া করে। ছিনতাইকারী আব্দুল্লাহ ভ্যান চালক জানে আলমকে নিয়ে পাংশা থানাধীন নাওড়া বনগ্রাম এর ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে সবুজ হোসেন (২৭) তার সাথে যোগ দিয়ে ভ্যান চালক জানে আলমকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে এবং হাত-পা বেধে তার নিকট থাকা একটি এ্যান্ড্রোয়েট মোবাইল ফোন জোর পূর্বক ছিনাইয়া নিয়া দৌড়ে পালিয়ে যায়। জানে আলমের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারীরা তাদের নিকট থাকা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখে পাংশা থানাধীন হাট বনগ্রাম এলাকার একটি বাড়ীতে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগনের সহায়তায় তাদের গ্রেফতার এবং জানে আলম (২১) এর লুন্ঠিত এ্যান্ড্রোয়েট মোবাইল ফোন উদ্ধার করেন। পরে ঝোপঝাড়ের মধ্যে তাদের লুকিয়ে রাখা দেশীয় তৈরী ওয়ান শুটারগান এবং তাজা কার্তুজ নিজ হাতে বের করে দেয়। এব্যাপারে মামলা হয়েছে।