রাজবাড়ীর পাংশা উপজেলায় মোবাইল ছিনতাই কারীকে ধরতে গিয়ে ছিনতাইকারীর আঘাতে দাঁত হারারিয়েছেন আ. আজিজ কাজী (৩৪) নামের এক যুবক। এ ঘটনায় মো. শরিফ (২৫) নামে এক ছিনতাইকারী কে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। ছিনতাইকারীর পকেট থেকে এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃত শরিফ উপজেলার বাহাদুরপুর ইউপির হামিদ মোল্লার ছেলে। পলাতক সোহেল একই ইউপির বলরামপুর গ্রামের জালাল প্রামাণিক এর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আহত আঃ আজিজ কাজী গত মঙ্গলবার আনুমানিক রাত ১০.৩০ এর দিকে পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের আমতলা মোড় থেকে তার নিজ ব্যাবহৃত ঠওঠঙ এ্যান্ড্রোয়েড মোবাইল ফোনের ফ্লাস লাইট জালিয়ে পায়ে হেটে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনাস্থল উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপর পৌছালে রাজবাড়ীর দিক থেকে একটি মোটর সাইকেল যোগে ০২ জন ব্যক্তি পাশে এসে দারায়। মোটর সাইকেলের পিছনে বসে থাকা ১নং আসামী শরিফ তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে গেলে আ. আজিজ বাধা প্রদান করেন। এতে আসামী শরিফ তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মটরসাইকেলে উঠে পালিয়ে যেতে চাইলেও আজিজ পা ধরে টান দিলে সে পরে যায়। এমনাবস্থায় ১ম আসামী শরিফকে ঝাপ্টে ধরে বাচাও বাচাও করে চিৎকার দিলে আসপাশের লোকজন এসে আসামী আটক করে পুলিশকে খরব দেয়। অপর ছিনতাকারী সোহেল প্রামাণিক মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
পাংশা থানা সূত্রে জানা যায়, আটককৃত আসামীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।