প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ উদ্যোগে রাজবাড়ীর ২৮৬ টি গৃহহীন পরিবার পেয়েছে তাদের আপন নিবাস। এখন থেকে তাদেরকে আর পরের জায়গায় থাকতে হবেনা। এর চেয়ে সুখের আর কিছুই হতে পারেনা।
মঙ্গলবার দুপুরে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার হিসেবে ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজবাড়ী সদর উপজেলা হল রুমে ৭৫ জন গৃহহীন ভূমিহীনদের মাঝে এ ঘর গুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রাকিবুল ইসলাম পিয়াল, ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সব থেকে ভালো লাগে যখন দেখি একটি মানুষ ঘর পাওয়ার পর তার মুখের হাসিটি। জাতির পিতা তো দুঃখী মানুষের মুখেই হাসি ফোটাতে চেয়েছিলেন। সব মানুষ যেন মানুষের মতো বাঁচতে পারে, সুন্দর জীবন পেতে পারে সেটাই আমাদের লক্ষ্য। সেজন্য এই কাজটি আমরা করব। যাতে এই বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, ঠিক সেই সময়ে আমরা পেয়েছি উন্নয়নশীল দেশের মর্যাদা। কাজেই এটাকেই ধরে রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে। আর সেটাই আমাদের লক্ষ্য।’
রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৮৬ টি ঘর বিতরণ করা হয় গৃহহীনদের মাঝে।