রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় তৃতীয় ধাপে উদ্বোধনের অপেক্ষায় মুজিববর্ষে প্রধান মন্ত্রীর উপহারের ৪০ টি ঘর । প্রতিটি ঘরের বরাদ্দের পরিমাণ ২ রক্ষ ৬০ হাজার টাকা। উপজেলার জামালপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে সরকারি জমির উপর ১২টি, সাঙ্গুড়া গ্রামে ৬টি সহ ৭টি ইউনিয়নে ৪০ টি ঘর পাবে হত দরিদ্র ভূমিহীন পরিবারগুলো । মঙ্গলবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সারা দেশে একযোগে ঘরের চাবি হস্তান্তর করবেন। উক্ত সময়ে বালিয়াকান্দি উপজেলা মিলায়তন কক্ষে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছে এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান।
এর আগে প্রথম পর্যায়ে ৭০টি, দ্বিতীয় পর্যায়ে ৭০ টি ঘর প্রদান করা হয়েছে। ২৫ এপ্রিল জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের এতিম বিউটি বেগম(৪০) জানান, তার মা নেই বাপ নেই স্বামী নেই সন্তান নেই জামালপুর বাজারে ঝুপরি ঘরে বসবাস করে। বাসায় বাসায় কাজ করে চলে জীবন। হঠাৎ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্তাদের ও জন প্রতিনিধিদের দৃষ্টিতে পরি ঘর নেই তালিকায়। আজ প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘরে ঘুমাতে পারবো। ঘরে জ্বলবে বৈদ্যুতিক আলো। সেই সাথে ঘটবে পরিচ্ছন্ন জীবনে এগিয়ে চলা। প্রধানমন্ত্রীর জন্য আজীবন দোয়া করবো। বাধূলী খালকুলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী সাহিদা (৫০) জানান, চোখে ভাল ভাবে দেখতে পাই না। সারা জীবন কেটে গেল অন্যের বাড়ীতে। শেষ কালে শেখের বেটি প্রধানমন্ত্রী হাসিনার উপহারে আজ আমি বাড়ীর মালিক হবো। এর চাইতে বড় পাওয়ার কিছুই নেই। মনে হচ্ছে আমার চোখের দুয়ার খুলে গেছে। নবাবপুর ইউনিয়নের মনোয়ারা বেগম(৬০)জানান, আপন বলতে তার কেউ নেই। বাজারের ব্যবসায়িরাই তার আপন। পাট কাঠির বেড়া টিনের ছাপড়া ঘরে তার বসবাস। বাজারে বাজারে শবজি ব্যবসায়িদের কাজে সহযোগিতা করে চলে তার খাবার। স্যারদের নজরে পড়ে আজ আমি ঘরে বসবাস করবো। স্যারদের জন্য দোয়া করি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জানান, যতদুর সম্ভব চেষ্টা করেছি প্রকৃত সুধিাভোগীর নামে ঘর বরাদ্দ দেওয়া। এর চেয়ে আর কিছুই বলার নেই। এটাই এবারের প্রধান মন্ত্রীর ঈদ উপহার।