আজও খুঁজে পায়নি জীবনের মর্মার্থ
শ.ম রশীদ কামাল
তবুও জীবন বয়ে চলে
আপন সত্তার ছায়াপথ ধরে
কখনো জোয়ার কখনো ভাটিতে
নদীর ঢেউয়ে জলের ভাঁজ ভেঙে ভেঙে
রোপিত মায়ার মোহনজালে।
জীবন বয়ে চলে
অপসংস্কৃতির ধূসর ধূলো গায়ে মেখে
মনুষ্যত্ববোধে অধঃপতন ঢেউয়ে, মহাপ্লাবনে
ক্ষণিক দম্ভোক্তি, দানবীয় উল্লাস,
আসুরিক আলিঙ্গনে।
জীবনের হারিয়ে যাওয়া মুহূর্ত গুলো
বিমর্ষ আলোকরেখায় ঝুলে আছে
লুকানো সময়ের শক্তহাত ধরে।
হাঁটতে হাঁটতে বিমূর্ত কবিতার পথ ধরে
সরল আর জটিল ঐকিক সমীকরণে
আমি খুঁজে পেয়েছি মহাকালের
অনন্ত সময়ের নিবিড় যোগসুত্র।
অথচ আজও খুঁজে পাইনি জীবনের মর্মার্থ।