হাওয়ায় মিলায় সব
সীমা হাবিব
সদ্য প্রেমে পড়া কিশোরীর মতন
মৃত্যুকে তীব্রভাবে পাবার আকাঙ্খায়
বিনিদ্র রজনী বড্ড ক্লান্ত আজ।
নিজের ছায়াও উপহাসের সম্মুখীন,
হাওয়ায় উড়তে চাওয়া কাশফুলের
কি নিদারুণ আর্তনাত।
কলমের কালিও আজ
জোটবেঁধে নিয়েছে অনশন।
এভাবেই বুঝি কিছু কিছু গল্পের
সমাপ্তিলগ্ন আসে।
তারপর হাওয়ায় মিলায়
পুরনো দিনের সমৃদ্ধ স্মৃতিকথা।