রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং ৩য় পর্যায়ে রাজবাড়ীতে আরও ৮৭৪টি ঘর পাবে হতদরিদ্ররা

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৭৮ Time View

তৃতীয় পর্যায়ে রাজবাড়ীতে আরও ৮৭৪টি ঘর পাবে হতদরিদ্ররা। রোববার রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন একটি মানুষও গৃহহীন থাকবে না। সে লক্ষে রাজবাড়ী জেলায় প্রথম পর্যায়ে ৭৬০টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪৩০টি ঘর হতদরিদ্রতেদর মাঝে বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে তাদের কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে রাজবাড়ী সদর উপজেলায় ৭৫টি, পাংশা উপজেলায় ১০০টি, কালুখালী উপজেলায় ২১টি, বালিয়াকান্দি উপজেলায় ৪০টি এবং গোয়ালন্দ উপজেলায় ৫০টি ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। অবশিষ্ট ৫৮৮টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। দ্রু ত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com