রাজবাড়ী পাংশার কশবামাজাইল ইউনিয়নের সদস্য মিন্টু মন্ডল (৪৮) কে মেরে হাত ও পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে টিয়া বাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি ইউপির নাদুরীয়া ঘাট উজ্জ্বল মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মিন্টু মন্ডল কশবামাজাইল ইউপির ৮ নং ওউয়ার্ডের সদস্য ও ওই এলাকার তক্কেল মন্ডলের ছেলে। এ ঘটনায় ১০ জনকে আসামী করে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন মিন্টুর ভাই আমোদ আলী মন্ডল।
মিন্টু মন্ডল বলেন, তার ভাতিজা আরিফকে সাথে নিয়ে নাদুরীয়া বাস্ততেপুর যান তারা। ফেরার পথে উজ্জ্বল মোড়ে পৌঁছালে টিয়া বাহিনীর ১০ জন সদস্য লোহার রড, হকিষ্টিক ও হাতুর নিয়ে আতর্কিত আমার উপর হামলা চালিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে পাংশা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হামলায় আমার ডান হাত এবং ডান পা ভেঙ্গে যায়।
টিয়া বাহিনীর বিরুদ্ধে ইতিপূর্বে আমি স্থানিয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর কাছে মৌখিক অভিযোগ করেছিলাম। পরে এস আই রিপন টিয়া বাহিনীর কয়েকজন সদস্যকে শাসায় এবং তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করেন। এ ঘটনার জের ধরে তার উপর হামলা হয়েছে। ৯ নং ওয়ার্ডের মেম্বর জিল্লু ওদের ইন্ধন দিয়েছে।
মেম্বর জিল্লুকে মুঠোফোনে বলেন, আমার উপর মিথ্যা দোষারোপ করা হয়েছে। আমি কোনভাবেই এর সাথে যুক্ত নই।