রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজ ছাত্রী সহ পরিবারের ৪ সদস্যকে মারপিট করেছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে কলেজছাত্রীর বাবা দুলাল মল্লিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে তার সাথে সহোদর সেলিম মল্লিকের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এওয়াজ সূত্রে প্রাপ্ত খাল মাটি ভরাট করে। শুক্রবার সকালে ঘর তুলতে গেলে তার ভাই সেলিম মল্লিক, হেলাল মল্লিক, এলেম মল্লিক, ভাতিজা সৌরভ মল্লিক দলবদ্ধভাবে হামলা চালিয়ে তাকেসহ স্ত্রী মর্জিনা(৫০), পুত্র সবুজ(৩০), কন্যা ফতেমা(২১) কে মারপিট করে। তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসে। তার কলেজ পড়–য়া কন্যা ফাতেমা অবস্থা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ২০ মার্চ বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস গ্রাম্য আদালতে তার পক্ষে রায় প্রদান করেছে।