রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ১৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। বুধবার সকালে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীর অদূরে জেলে আব্দুল হাকিম শেখের জালে মাছটি ধরা পড়ে।
জেলে হাকিম শেখ জানান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে হালিম মিস্ত্রির ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোন মাছ ধরা না পরায় নদীতে জাল ফেলে অপেক্ষা থাকি। সকালের দিকে জাল টেনে তুলতেই জালে বড় ধরণের টান অনুভব করেন। পরে দেখতে পাই বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া দুলাল মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল মাছটি উন্মুক্ত নিলামে ১২০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকা দিয়ে কিনে নেন।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল বলেন, সকালে দুলাল মন্ডলের আড়ৎ থেকে ১৫ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মুক্ত নিলামে ১২শ টাকা প্রতি কেজি দরে মোট ১৮ হাজার টাকায় কিনে নেই। পরে মাছটি আমার ঘরে এনে বিভিন্ন ব্যবসায়ীর সাথে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ৫০/১০০ টাকা লাভ পেলেই বিক্রি করে দিব।