রাজবাড়ীর গোয়ালন্দে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মোল্লার পাড়ায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী স্হানীয় দৌলতদিয়া মডেল হাই স্কুলের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, বিয়ের পাকা কথা হয়ে যাওয়ায় তাকে কিছুদিন ধরে স্কুলেও আসতে দিচ্ছিল না তার পরিবার।
স্হানীয় বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, মঙ্গলবার দুপুরের পর তাদের অফিসে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ক এক সভা চলছিল। এ সময় ওই ছাত্রীর এক শুভাকাঙ্খী অফিসে এসে তার বাল্য বিয়ে দেয়ার উদ্যোগের কথা আমাদেরকে জানায়। আমারা সভা শেষ করে বিকেল ৪ টার দিকে ওই ছাত্রীর বাড়িতে পৌছাই।
এ সময় উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সকলে ছাত্রীর অভিভাবকদেরকে বাল্য বিয়ের কুফল এবং এর আইনগত শাস্তির দিক সম্পর্কে অবগত করে তাদেরকে এ বিয়ে বন্ধের অনুরোধ জানাই। এতে তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং মেয়েকে বাল্য বিয়ে দেবে না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে।