রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম। এ কমিটির সভা নিয়মিত কার্যকরভাবে অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলায় মহিলা ভাইস চেয়াম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখসহ সাংবাদিকবৃন্দ।
বক্তারা উজানচর ইউনিয়নের মজলিস পুর চরে জেগে ওঠা জমি দখল সংক্রান্ত অভিযোগের বিষয়ে আলোচনা করেন। ঐ চরের জমি দখল সংক্রান্ত অভিযোগের বিষয়ে পর্যালোচনা করে উপজেলা প্রশাসন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ উপস্থিত থেকে সুস্থ ও সঠিক সমাধানের জন্য আলোচনা করেন। মাদক নির্মূলের জন্য সবাইকে কঠোর হওয়ার পরামর্শ ও সবার সহযোগিতা কামনা করেন।