জনগণের দোর গোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়র লক্ষ্যে বৃহস্পতিবার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বিট পুলিশের আয়োজনে জামালপুর বাজার এলাকায় বিট পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফলসহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রনোদনামূলক বক্তব্য রাখেন। রাজবাড়ী জেলায় যাতে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয় নিয়ে আলোচনা করেন এবং এসবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, চাঁদাবাজি, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংক্রান্ত বিষয়ে সর্বস্তরের জনগকে অবহিত করা হয়। প্রতেকটি বিট এলাকায় চুরি-ডাকাতি, ছিনতাই প্রতিরোধকল্পে পুলিশি টহলের পাশাপাশি স্থানীয় লোকজনের সমন্বয়ে গ্রামে-গ্রামে নৈশ্য পাহারা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনে উদ্বুদ্ধ করাসহ বিট পুলিশিং এর মাধ্যমে সেবা গ্রহণ, অপরাধীদের ব্যাপারে অগ্রিম তথ্য প্রদানসহ নানাবিধ বিষয়ে আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সুমন কুমার সাহা সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), এ. কে. এম ফরিদ হোসেন চেয়ারম্যান জামালপুর ইউ.পি বালিয়াকান্দি, মজিবুর রহমান সভাপতি জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগ, শামিম মিয়া (মোড়ল) সাধারণ সম্পাদক জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগ, অফিসার ইনচার্জ বালিয়াকান্দি থানা, জনসাধারণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।