রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম। এখানে দুটি মন্দির পাশাপাশি অবস্থিত । যা জোড় বাংলা মন্দির নামে পরিচিত। এর মধ্যে একটি চূড়াযুক্ত অপরটি চূড়া বিহীন। এর নির্মাণ কাল ১৬৫৫ সাল। নির্মাণশৈলী উড়িষ্যার গৌরীয় রীতি অনুযায়ী নির্মিত। রাজা সীতারাম রায় এ মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রী কৃষ্ণ রাম চক্রবর্তী রাজার অনুরোধে নলিয়াগ্রামে আসেন এবং দেব মন্দির ও বিগ্রহ গুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহণ করেন। এ মন্দিরটি এলাকার প্রাচীন ইতিহাস বহন করলেও তা রক্ষণনাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে। দীর্ঘ কয়েক যুগ মন্দিরটি রক্ষণাবেক্ষণ না করায় মন্দিরটি চামচিকার বাসায় পরিণত হয়েছে। দেশ-বিদেশের দর্শনাথীরা এখনও মানুষ মন্দিরটি দেখতে আসে।
মন্দিরটি দেখতে বালিয়াকান্দি বাস স্টান্ডে নেমে অটো টেম্পু, ইজিবাইক, বাস অথবা নসিমন (স্যালো ইঞ্জিন চালিত যান) যোগে জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রামে গেলে জোড় বাংলা মন্দির এর দেখো মিলবে। ফরিদপুরের মধুখালি উপজেলা থেকে খূব সহজেই এ স্থানটি দর্শন করা যেতে পারে। বালিয়াকান্দি- মধুখালী সড়কে জামালপুর বাজার হতে ৩ কিলোমিটার উত্তর পূর্বে। মন্দিরটির ঐতিহ্য রক্ষার্থেএলাকাবাসী কয়েক বছর ধরে ভঙ্গুর মন্দিরের সামনে বাসন্তী পূজা করছে। পূজায় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছে প্রলয় কুমার ভট্টাচার্য্য। সচেতন মহল দ্রুত মন্দিরটি রক্ষণাবেক্ষণের দাবী জানিয়েছেন।