গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে ৮ জেলার অংশগ্রহণে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ২য়খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ফরিদপুর নগরকান্দা রেজাউল শেখ ফুটবল একাডেমী বনাম কুষ্টিয়া আশা স্পোর্টস একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ ড্র থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ফরিদপুর নগরকান্দা রেজাউল শেখ ফুটবল একাডেমী ১-০ গোলে কুষ্টিয়া আশা স্পোর্টসকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
গত শুক্রবার বিকেল ৪ টায় উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ পান্নু স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে ঢাকা উত্তরা মর্নিং ফুটবল ক্লাবকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী বরাট ক্লাব হাউজের আয়োজনে চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে।
বরাট ক্লাব হাউজের সাধারণ সম্পাদক তাওহীদ চৌধুরীর সঞ্চালনায় ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন।
কমিটির অন্যতম সদস্য ও বরাট ক্লাব হাউজের ক্রীড়া সম্পাদক মো. শাকিল জানান, দেশের ৮ জেলার অংশগ্রহণে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় ও ৪র্থ খেলা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।