গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গোয়ালন্দে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮ টায় গণঅধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি রেজা মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক সাগর শেখ, যুগ্ম আহবায়ক সুজনুর রহমান সাগর প্রমুখ।