রাজবাড়ী সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একযোগে দেশের ১২টি জেলায় ও ৩৯টি উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ১২টি সদর হাসপাতাল ও ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ মোট ৫১টি হাসপাতালে এ সেবা মিলবে। দুপুর পর্যন্ত বিদ্যমান সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি চিকিৎসকরা রোগী দেখবেন। বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষাও করবেন। এর মাধ্যমে রোগীরা মানসম্মত সেবা পাবেন এবং বেসরকারি হাসপাতালের ওপর চাপ কমবে। প্রাথমিকভাবে একজন জ্যেষ্ঠ চিকিৎসকের (অধ্যাপক) ৫০০ টাকা ফি (ভিজিট), তবে তিনি পাবেন ৪০০ টাকা। সিনিয়র কনসালটেন্ট পাবেন ৩০০ টাকা। সহকারী অধ্যাপক পাবেন ২০০ টাকা। তাকে যারা সহযোগিতা করবেন তারা পাবেন ৫০ টাকা করে।
উদ্বোধনের পর রাজবাড়ী সদর হাসপাতালে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার পর চেম্বারে জুনিয়র কনসালটেন্ট ডা. শহিদুল ইসলাম শামীম, জুনিয়র কনসালটেন্ট(শিশু) ডা. রোমানা আক্তারকে দেখা যায়। হাসপাতালের আউটসোর্সিং পদে দায়িত্বরত সজীব হোসেন জানান, বিকেল চারটা পর্যন্ত দুইজন রোগী সেবা নিতে এসেছেন। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর থেকে আসা ছালমা খাতুন জানান, তার দুই বছর বয়সী মেয়ে তাইবা অসুস্থ। তাকে ডাক্তার দেখাতে জরুরি বিভাগে আসেন। সেখান থেকে জানানো হয় ওপরে শিশু ডাক্তার আছেন। এখানে এসে তিনশত টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখিয়েছি।
রাজবাড়ী সদর হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, প্রচার না হওয়ার কারণে প্রথম দিন রোগী কম। আগামী শনিবারে আশা করছি রোগীর উপস্থিতি বাড়বে।